জমি-জমা বিরোধ বাউফলে আহত-১; গ্রেফতার-৩

জমি-জমা বিরোধ বাউফলে আহত-১; গ্রেফতার-৩

এম অহিদুজ্জামান ডিউক প্রতিনিধি বাউফল: পটুয়াখালীর বাউফলে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ৩রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই ঘটনায় থানা পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন আহতের স্বজনরা।
জানাগেছে, দীর্ঘদিন থেকে আবুল মুন্সী গংদের সাথে একই বাড়ীর ইব্রাহিম মুন্সির গংদের সাথে জমিজমার ভাগ বন্টন নিয়ে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জেরে গত রবিবার ইব্রাহিম মুন্সী গংরা আবুল মুন্সীর পরিবারের উপর চড়াও হয়ে মারধর করে। ওই ঘটনায় আহত হয় আবুল মুন্সীর স্ত্রী, কন্যা ও পুত্র বধু। ওই সময় পুত্র নাসির মুন্সি রাজমিস্ত্রীর কাজে ঢাকায় অবস্থান করছিলেন। বিষয়টি পুত্র নাসিরকে জানালে তিনি বাড়ীতে আসেন এবং ৩সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টায় তাদের কাছে জানতে চান; কেন তার পরিবারের লোকজনকে মারধর করা হয়েছে? ওই সময় বাড়ির উঠানেই ইব্রাহিম মুন্সির পুত্র মহিউদ্দিন, মাঈনুদ্দিন ও বাহউদ্দিন অতর্কিত নাসির মুন্সির উপর হামলা চালিয়ে মাথায়, হাতে ও পিঠে কুপিয়ে মারাত্মক যখম করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎস্যক মুমুর্ষ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে অভিযুক্তরা জানান, আমার ভাইকে প্রথমে নাসির মুন্সি পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। পরে মহিউদ্দিন নাসিরকে কুপিয়ে জখম করে। বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনজন গ্রেফতার হয়েছে এবং মামলা রুজু প্রক্রিয়াধীন।